আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে নরসিংদী সদর উপজেলার ২টি ইউনিয়ন নূরালাপুর ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যারন পদে উপ-নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের পর পরেই কোমড় বেঁধে মাঠে নেমেছে প্রার্থীরা।শুরু থেকেই ভোটারদের নিজেদের পক্ষে নিতে সকাল থেকে রাত পর্যন্ত নিজ দলের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন হাট বাজারে কর্মী সভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।জানা যায়, আ’লীগের পক্ষে এনামুল হক শাহীন ও বিএনপির পক্ষ থেকে তোফাজ্জল হোসেন টবু দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন দাখিল করে। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন আ’ লীগের পক্ষে মহিষাসুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর ভূঁইয়া।মনোনয়নপত্র দাখিলের পর পরেই ২টি ইউনিয়নের মনোনীত প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। মহিষাশুড়া ইউনিয়নের পুরুষ ভোটার সংখ্যা- ১২,৬৩৫ জন, মহিলা ভোটার সংখ্যা- ১২,৪৪১ জন এবং মোট ভোটার সংখ্যা- ২৫,০৭৬ জন।
অন্যদিকে নূরালাপুর ইউনিয়ন পুরুষ ভোটার সংখ্যা- ১৪,৭৭৬ জন, মহিলা ভোটার সংখ্যা- ১৪,১৬৮ জন এবং মোট ভোটার সংখ্যা- ২৮,৯৪৪ জন। স্বতন্ত্র ও বিএনপির দুই প্রার্থীর নির্বাচনীয় মাঠে বেশ তৎপর দেখা গেলে ভোটারদের কাছে তেমন আলোচনায় নেই আ’লীগ প্রার্থীর।
স্থানীয় এক ভোটার মোঃ আঃ হাশিম (৪৫) জানান, দীর্ঘ ৭ বছর যাবৎ প্রতিহিংসামূলক মামলার কারণে আমরা স্থানীয় ভোটাররা পছন্দ অনুযায়ী কোন প্রার্থীকে ভোট দিতে পারি নাই। বর্তমানে এই মহিষশুড়া এবং নূরালাপুরে পুনরায় নির্বাচন হওয়াতে আমার ভোটাররা খুবই আনন্দিত। আমাদের একটাই দাবী নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়।