শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

খালেদার মুক্তির লক্ষ্যেই সিটি নির্বাচনে অংশগ্রহণ : ২০ দলের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে বিএনপি'র নেতৃত্বাধিন ২০ দলের শরিক নেতৃবৃন্দ মন্তব্য করে বলেন, গাজীপুরের দেশপ্রেমিক ভোটাররা ব্যালটের মাধ্যমেই প্রমান করবেন তারা দেশনেত্রীকে কতটা ভালোবাসে। বিএনপি ও ২০ দলীয় জোট নেতাকর্মীদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, কোথাও কোথাও ছাত্রলীগ ও পুলিশ যৌথভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন নিপিড়ন করছে।

শুক্রবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মোননীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসানউদ্দিন সরকারের পক্ষে এলডিপি, জাগপা, বাংলাদেশ ন্যাপ, জমিয়তে উলামায়ে ইসলাম, ডিএল, লেবার পার্টি, পিপলস্ লীগ, সাম্যবাদী দলের নেতৃবৃন্দ মেইল গেইট, বোর্ড বাজার, কলেজ গেইট, জয়বাংলা রোড, বাহার মার্কেটে গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরনকালে তারা এসব কথা বলেন।

তারা বলেন, এমন কারাগারে তাঁকে রেখেছে যে কারাগার পরিত্যাক্ত ঘোষণা করেছে এই সরকার। ৭৩ বছর বয়সের একজন সম্মানীত নাগরিককে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। সুচিকিৎসা থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। গাজীপুরের বিবেকবান ভোটারা আগামী ১৫ মে নির্বাচনে এর সঠিক জবাব দেবেন।

২০ দলীয় জোট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, সাম্যবাদী দল (এম.এল) এর সাধারণ সম্পাদক সাইদ আহম্মেদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী মুহিউদ্দিন ইকরাম, ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, সাবেক ছাত্রনেতা এম.এন. শাওন সাদেকী, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল কাউছারীসহ শরিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

অন্যদিকে গাজীপুরের জয় বাংলা রোডস্থ বাহার মার্কেটের সামনে এ পথ সভায় ২০ দলীয় জোট প্রার্থী হাসানউদ্দিন সরকার সহ বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাম্যবাদী দল (এম.এল) এর সাধারণ সম্পাদক সাইদ আহম্মেদ, পিপলস্ লীগ মহাসচিব এডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী মুহিউদ্দিন ইকরাম-সহ শরিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ জোট প্রার্থী হাসানউদ্দিন সরকারকে ধাণের শীষে ভোট দেবার আহ্বান জানিয়ে বলেন, এই বিজয় হবে গণতন্ত্রের বিজয়। আগামী শনিবার ও রবিবার ২০ দলের নেতৃবৃন্দ প্রচারনায় অংশগ্রহন করবে।
Share: