রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

অবিশ্বাসী জাতি- হাফেজ মোঃ নুর হোছাইন এর সেরা কবিতা

যদি না থাকে বিশ্বাস
সবিই হবে নিশ্বাস
কাজের মাঝে সফলতা
পেতে যদি চাও সততা
দুর্বার গতিতে
এগিয়ে যদি চাও যেতে
গড়ে তুলো বিশ্বাসী জীবন
বিশ্বাসী সমাজ বিশ্বাসী মন।
দৃঢ় বিশ্বাস আছে যার যতো বেশী
পথ চলা সহজ হয়ে তার ততো বেশী
কাজের মাঝে আসবে বিজয়
কাজের মাঝে মানুষের পরিচয়
যদি কাজটি হয় নীতিগত ভাবে
শান্তি বিজয় আসবে সফল ভাবে
যে কাজে নেয় বিশ্বাস
সে কাজ হয় সব শেষ
যে মানুষ মানুষকে করেনা বিশ্বাস
সে মানুষ সবার কাছে হয় অবিশ্বাস
দুর হক অবিশ্বাসের মতো বিশাক্ত বিশ্বাস
আসুক একে ওপরের উপর পরিপুন্য বিশ্বাস।
Share: