বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

নরসিংদীতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
 বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবীতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা বিএনপি। বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে স্লোগান দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সারাদেশের ন্যায় নরসিংদীতেও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন দলটির নেতাকর্মীরা।মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব:) জয়নাল আবেদীন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
Share: