মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

নবীনগরে কাদৈর গ্রামে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো.আক্তারুজ্জামান,নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার কাদৈর গ্রামকে মাদক মুক্ত গড়ার লক্ষ্যে ও মাদকের বিরোদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে।

এসো তরুণ খেলার মাঠে, নিও না মাদক হাতে’ মাদক বিরোধী এই শ্লোগানকে সামনে রেখে কাদৈর গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।সোমবার বিকেলে কাদৈর গ্রামের মাঠ প্রঙ্গনে মাদক বিরোধী যুবসমাজ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে কাদৈর গ্রামে টাইগার ওয়ান ফুটবল একাদশ বনাম কাদৈর গ্রামে টাইগার টু-ফুটবল একাদশ।

কাদৈর গ্রামে টাইগার ওয়ান ফুটবল একাদশ বনাম কাদৈর গ্রামে টাইগার টু-ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে  কাদৈর টাইগার ওয়ান ফুটবল একাদশ চ্যাম্পিয়ন দল হিসাবে জয় লাভ করে। বিপুল সংখ্যক দর্শক টান টান উত্তেজনার খেলাটি উপভোগ করেন।

পরে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন,সলিমগঞ্জ ইউনিয়নের আওয়ামিলীগের সাধারণ সম্পাদ আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, শ্রীঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীক মো আবদুল মোতালিব(মাখন), মেসার্স গ্রামবাংলা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ও সমাজ সেবক ইকরামুল হক(সুমন) মো.আব্দুল করিম মেম্বার,শ্রীঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীক মো.আনোয়ার হোসেন,শ্রীঘর বাজারের ব্যবসায়ীক মো.জাহিদ হাসান,মো.জামান হোসেন, মো.আবু মুছা, মো. অলেক মিয়া জহিরুল ইসলাম,ডাঃ আলমঙ্গীর হোসেন, হেদায়েত উল্লাহ, প্রমূখ।
Share: