শনিবার, ২৬ মে, ২০১৮

কবি শাহীন চৌধুরী ডলির কবিতা নিজেকে শব মনে হয়


নিজেকে শব মনে হয়
- শাহীন চৌধুরী ডলি

এই জীবন কিচ্ছু না ঠুনকো জীবন চতুর্দিকে মৃত্যুর মিছিল,
আমাকে আবিষ্ট করে কিছু অতি জাগতিক বোধ
নিজেকে সফেদ কাফনে মোড়ানো শব মনে হয়।


ইহজনমে ভোগমগ্ন আমি অগস্ত্যযাত্রায়
পুণ্য কিছু আছে কি ঝোলায় যৎকিঞ্চিত হলেও থাকবে গণনায়।


মুনকার নাকির পেশ করবে যোগ বিয়োগে কৃতকর্ম ফলাফল,
অদৃষ্টে কি আছে বেহেস্তি সুখ না দোযখ দুর্ভোগ?
কেয়ামত দিন হাশর ময়দান পারবো কি পেরোতে পুলসিরাত?
বড্ড ভয় চিত্ত সংশয় আমি শব,ক্ষমো রব ।

Share: