বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ড্রাগন ফল চাষ করে ভাগ্যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা

নিজস্ব প্রতিবেদক:
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার ড্রাগন ফলের বাগানে কিছু কিছু গাছে ফুল-ফল আসছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা ড্রাগন ফল চাষ করে ভাগ্যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন উপজেলার বেকার যুবসমাজের । এই ফলের চাষ করতে প্রথমদিকে খরচ একটু বেশি পড়লেও পরে তেমন খরচ পড়ে না। ড্রাগন গাছ একবার লাগালে ২৫ বছর পর্যন্ত ফল দেয় এবং রাসায়নিক সার কীটনাশক তেমন প্রয়োগ করতে হয় না। সাধারণত কেঁচো কমপোস্ট সার প্রয়োগ করলেই হয়। ড্রাগনের চারা দেশের সব হর্টিকালচারে পাওয়া যাচ্ছে। ড্রাগন ফল পাকলে খেতে সুস্বাধু হয়। প্রতি কেজি ড্রাগন ফল ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। অধিক পুষ্টিগুণ সম্পন্ন এ ফল চোখকে সুস্থ রাখে, শরীরের চর্বি কমায়, রক্তের কোলস্টেরল কমানোসহ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং রোগপ্রতিরোধক এ ড্রগনফল। ঢাকায় এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে।
Share: