মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

আজ অভিনেত্রী রোমানা স্বর্ণার জন্মদিন


নিজস্ব প্রতিবেদক: আজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রোমানা স্বর্ণার জন্মদিন। তিনি আজকের এই দিনে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। রোমানা স্বর্ণার দাদার বাড়ি ঢাকা জেলাতে হলেও তার জন্ম হয়েছে ফরিদপুরে তার নানুর বাড়িতে। তার অভিনয় করার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনেই বেশ পরিচিতি তার। অভিনয় দিয়ে রোমানা স্বর্ণা মন জয় করে নিয়েছেন দর্শকের। সমসাময়িক শিল্পীদের তুলনায় রোমানা স্বর্ণা জনপ্রিয়তাও একটু বেশি। চলচ্চিত্র, একাধিক খন্ড নাটক, টেলিফিল্মে কাজ করেছেন তিনি। এই অভিনেত্রীর জন্মদিনে আমাদের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শুভ কামনা।

জন্মদিনের স্মৃতিচারণ করে অভিনেত্রী রোমানা স্বর্ণা বলেন, 'জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন না করলেও পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করব। তবে এবারের জন্মদিনটা বেশ আনন্দের হবে মনে হচ্ছে। মহান আল্লাহতালা ভালোবাসা ও দর্শকদের দোয়া নিয়ে ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রতিবছর আমার বন্ধুরা জন্মদিনের সারপ্রাইজ পার্টি আয়োজন করে। আমি তাদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায়।'

আপনার অভিনয় নিয়ে স্বপ্ন কি? জানতে চাইলে রোমানা স্বর্ণা বলেন, 'প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে। আমিও দেখি। মনের কোনায় লালিত স্বপ্ন পূরণে সব ধরনের কষ্ট শিকার করতে চাই। এক কথায় স্বপ্নকে ছুঁতে চাই। অভিনয় ভাল করতে চাই, অনেক ভাল। মানুষ মরে গেলে তার গুণাবলিটাই থাকে। আমি চাই যে, আমি পৃথিবীতে না থাকলেও সবাই যেন আমাকে ভালভাবে স্বরণ করে।'

এদিকে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে বেশি নাটক ও টেলিফিল্মেই কাজ করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। বলা যায় প্রায় প্রতিদিনই এখন তিনি কোনো না কোনো নাটক বা টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এবারের ঈদে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে দেখা যাবে এই অভিনেত্রীকে।
Share: