আজ সকাল ১১টায় নরসিংদী সদর উপজেলার দ:শিলমান্দী গ্রামের ঈদগাহ সংলগ্ন ওহাব মিয়ার পুত্র মো:ফয়সাল মিয়া (২২) বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা উড়াতে
বাড়ীর সামনে আমগাছে উঠে।
পরিত্যাক্ত এস এস পাইপের মাথায় দলীয় পতাকা লাগিয়ে আমগাছের মগ ডালে উঠলে, গাছের উপর দিয়ে যাওয়া ৪৪০ভোল্ট বৈদ্যুতিক তারের সাথে লোহার পাইপের সংযোগে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনা স্থলে সে মারা যায়।
সাথে সাথে নরসিংদী -১পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিক এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেন।