কবিতা:
মেঘের উপর মেঘ জমেছে
এই বুঝি বর্ষা এলো।
রংধুন উঠেছে আকাশে
গাছে গাছে ফুটছে।।
কদম ফুল
এই বুঝি বর্ষা এলো
চুল এলিয়ে তাকিয়ে আছে
জানালার পাশে কোন এক
রমনী নারী,তার ছোখে
পরে আছে কাজল রাঙা রং
বষার বিকেলটা সাজ সেজেছে
নানা রঙের রং দিয়ে।।
সন্ধ্যার না হতে না
ঘরে ঘরে পিদম জলে
কোন এক বধু আলতায়
পায়ে,হাতে চুড়ি পরে গো
সন্ধ্যার বাতাসে ভেসে আসে।
কদম ফুলের সুবাস যা লেখকের
মন ভরিয়ে তুলে,
দূর থেকে শুনায় যায়
আজানের প্রতিধনি আর
পাখির কলতান।।
এই বুঝি এলো বর্ষা।
মেঘের উপর মেঘ জমেছে
এই বুঝি বর্ষা এলো।
রংধুন উঠেছে আকাশে
গাছে গাছে ফুটছে।।
কদম ফুল
এই বুঝি বর্ষা এলো
চুল এলিয়ে তাকিয়ে আছে
জানালার পাশে কোন এক
রমনী নারী,তার ছোখে
পরে আছে কাজল রাঙা রং
বষার বিকেলটা সাজ সেজেছে
নানা রঙের রং দিয়ে।।
সন্ধ্যার না হতে না
ঘরে ঘরে পিদম জলে
কোন এক বধু আলতায়
পায়ে,হাতে চুড়ি পরে গো
সন্ধ্যার বাতাসে ভেসে আসে।
কদম ফুলের সুবাস যা লেখকের
মন ভরিয়ে তুলে,
দূর থেকে শুনায় যায়
আজানের প্রতিধনি আর
পাখির কলতান।।
এই বুঝি এলো বর্ষা।