রানা কিশোর বণিক,নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামীন জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে আজ বুধবার সকালে এক প্রসুতির একসঙ্গে চারটি সন্তান জন্ম দিয়েছেন। প্রসুতির জন্ম নেওয়া শিশুদের মধ্যে ১টি ছেলে ও ৩টি মেয়ে। ডা: সামী ত্ব-হা কবীর (মীম) বলেন, সকালে প্রসুতির ব্যাথা অনুভব হলে হাসপাতালে নিয়ে এলে কোন প্রকার অপরেশন ছাড়াই স্বাভাবিকভাবে চারটি শিশুর জন্ম দেয় মা। বর্তমানে মা ও বাঁচ্চাগুলো সুস্থ্য রয়েছে।
জানা গেছে, উপজেলার নাছিরাবাদ গ্রামের জিতু মিয়ার মেয়ে পিয়ারা বেগমের সাথে ১৭ বছর পূর্বে পাশ্ববর্তী রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মাছ ব্যবসায়ী হোসেন মিয়ার সাথে বিয়ে হয়। তাদের পূর্বে ১টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে।
চাচী শ্বাশুড়ী ফুলনাহার বেগম বলেন, স্বাভাবিকভাবেই ৪টি সন্তান হয়েছে। মা ও সন্তান সবাই ভালো আছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামীন জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে আজ বুধবার সকালে এক প্রসুতির একসঙ্গে চারটি সন্তান জন্ম দিয়েছেন। প্রসুতির জন্ম নেওয়া শিশুদের মধ্যে ১টি ছেলে ও ৩টি মেয়ে। ডা: সামী ত্ব-হা কবীর (মীম) বলেন, সকালে প্রসুতির ব্যাথা অনুভব হলে হাসপাতালে নিয়ে এলে কোন প্রকার অপরেশন ছাড়াই স্বাভাবিকভাবে চারটি শিশুর জন্ম দেয় মা। বর্তমানে মা ও বাঁচ্চাগুলো সুস্থ্য রয়েছে।
জানা গেছে, উপজেলার নাছিরাবাদ গ্রামের জিতু মিয়ার মেয়ে পিয়ারা বেগমের সাথে ১৭ বছর পূর্বে পাশ্ববর্তী রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মাছ ব্যবসায়ী হোসেন মিয়ার সাথে বিয়ে হয়। তাদের পূর্বে ১টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে।
চাচী শ্বাশুড়ী ফুলনাহার বেগম বলেন, স্বাভাবিকভাবেই ৪টি সন্তান হয়েছে। মা ও সন্তান সবাই ভালো আছে।