বুধবার, ৩০ মে, ২০১৮

অস্ট্রেলিয়া আওয়ামীলীগ সিডনি শাখার ইফতার অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া প্রতিনিধি:
 পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ সিডনি শাখার উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে (রবিবার) সিডনির ওয়্যালি পার্কের গ্রামীণ চটপটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

উক্ত ইফতার পার্টির শুরুতে আওয়ামীলীগের সভাপতি আইনজীবী সিরাজুল হক সবাইকে স্বাগত জানান। এরপর ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। ফুহাদ শিহাব সঞ্চালনা করেন ইফতার পার্টি।

এছাড়া ইফতার পর্টিতে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাভলী আলম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু, আওয়ামীলীগ ক্যানবেরা শাখার সাধারণ সম্পাদক রিপন খন্দকার, সভাপতি গাউসুল আলম শাহজাদা প্রমুখ।

মাগরিব নামাজের শেষে সংগঠনের সভাপতি গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করে সমাপ্ত ঘোষণা করা হয়। ইফতার মাহফিলে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করেন হাবিব হাসান।
Share: