রবিবার, ২০ মে, ২০১৮

বিশ্ব শান্তির জন্য ইসরাইল বিরাট হুমকি : মোস্তফা জামাল হায়দার

নিজস্ব প্রতিবেদক:
 বিশ্ব শান্তির জন্য ইহুদিবাদী ইসরাইল বিরাট হুমকি বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি মহাসচিব মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, যে ইসরাইল বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এতবড় হুমকি সে ইসরাইলের পক্ষে যখন মুসলিম নামধারী রাষ্ট্রপ্রধানরা বৈঠক করেন তখনই বুঝা যায় ফিলিস্থিনের জনগনের জন্য আরো কত দু:খ ও কষ্ট অপক্ষো করছে।

শুক্রবার রাজধানীর ফটোর্জালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে নাজিরপুর ফাউন্ডেশন আয়োজিত "রামজানের তাৎপর্য ও শিক্ষা"-শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব মুলিম আজ কোরআন ও রমাজানের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই দুর্গতি চলছে। ইসরাইল ভয়াবহভাবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এরপরও কেন বিশ্ব মোড়লরা ইসরাইলকে সমর্থন করে তা আমাদের বুঝতে হবে।

সংগঠনের সভাপতি এডভোকেট আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অালোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতী অহিদুর রহমান, আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা টেক্সসেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান দুলাল, ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু প্রমুখ।
Share: