শনিবার, ২৬ মে, ২০১৮

কবি শাহীন চৌধুরী ডলির কবিতা প্রতিশ্রুতি


প্রতিশ্রুতি
-শাহীন চৌধুরী ডলি

হেরে যাওয়া মানে হেরে যাওয়া নয়
হেরে গিয়েও জিতে যাওয়া হয়
যা হয় তা ভালোর জন্য হয়
আগে বুঝিনি যতোটা বুঝি এখন।


তুমি আমার জীবনের আশির্বাদ
সংসারে জ্বলজ্বল করা ধ্রুবতারা
অঝোরে ঝরা আনন্দপ্রপাত।
জীবনের সুন্দর দেখা হতোনা
পূর্ণ নয়ন মেলে,তোমায় না পেলে
সব কথা বলা যায় নির্দ্বিধায়
সাহস দাও শক্তি দাও অবলীলায়।


বিশ্বাস অবিশ্বাস দ্বন্দ্ব ছাড়া
জীবন চলে জানা হতো না ।
অন্যের চোখে দেখো না কিছু
অন্যের কানে শোন না কিছু
নিজ বিবেক জাগ্রত রাখো
প্রতি পলে নিরন্তর সুখ বাঁধো।

দেওয়া কোন প্রতিশ্রুতি ভুলো না
নিজেকে বিলিয়ে শান্তি পায় ক'জনা !
যদি তুমি না থাকো জীবন হবে অন্ধকার
চাঁদ ছড়াবে না আলো ভুবনে আমার
মহাপ্রস্থানে একই সাথে যাবো
করো তবে অঙ্গীকার।

Share: