মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

অস্ট্রেলিয়ার সিডনিতে লেবার পার্টি’র ইফতার অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে সিডনির ল্যাকান্বা কমিউনিটির রোজাদারদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে লেবার পার্টি। গত ২৮শে মে ল্যাকান্বার সিনিয়র সিটিজেন ক্লাবে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।


ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন ক্যান্টারবারী ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র কার্ল আসফর। দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাকান্বা শাখার লেবার পার্টি’র প্রেসিডেন্ট ডা: আব্দুল ওহাব, সহ-সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, কোষাধক্ষ্য ফয়সাল দেওয়ান, রাশেদুল হক, নাফিজ আহমেদ খন্দকার, পারভেজ খন্দকার, শিবলু গাজীসহ আরো অনেকে। সবশেষে ডিনারের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
Share: