বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত

নিজস্ব প্রতিবেদক :
 নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল হককে গুলি ও কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ঢকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারাযায়।
জানা যায়, আজ ৩ মে বৃহস্পতিবার দুপুরে
উপজেলার সায়দাবাদ ফেরীঘাট থেকে ভাড়া মটরসাইকেল যোগে বাঁশগাড়ী যাচ্ছিলেনর চেয়ারম্যান সিরাজুল হক। পরে আড়াকান্দা এলাকায় রাস্তার পাশ থেকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে স্থানীয়রা, তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকায় প্রেরণ করেন। পরে তিনি রাস্থায় মারাজান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে তিনি পথেই মারাযায়।
এদিকে এ খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শোক প্রকাশ ও এ হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে।
Share: