আবুল কালাম আজাদ, অষ্ট্রেলিয়া প্রতিনিধি:
পবিত্র রমজানুল মোবারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে অষ্ট্রেলিয়া বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। ল্যকেম্বার প্যারী পার্ক সংলগ্ন ন্যাশনাল ক্রীড়া ক্লাবের নীচ তলায় এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজানুল মোবারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে অষ্ট্রেলিয়া বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। ল্যকেম্বার প্যারী পার্ক সংলগ্ন ন্যাশনাল ক্রীড়া ক্লাবের নীচ তলায় এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অষ্ট্রেলিয়া বিএনপি’র আহ্বায়ক প্রফেসর ড. হুমায়ের চৌধুরী রানা। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রফেসর মৌলানা বায়োজিদ।
ইফতারপূর্বক আলোচনায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ দলের সকল নেতা-কর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী সোহেল ইকবাল, জাকির আলম লেনিন, আশরাফুল আলম, হাফিজুর রহমান, ডা. মজনু, মো. ফরিদ মিয়া, অধ্যাপক আলমগীর হোসেন, আব্দুল বারেক মিয়া, সৈয়দ তানবীর আলম, মো. ফয়জুর রহমান, ইয়াছিন আরাফাত অপু, হাজী মো. ইউসুফ,এম আই চৌধুরী ছোটন, সা’আদ সামাদ ,মাহমুদা আরাফাত, তাফতুন নিতুসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক লিয়াকত আলী স্বপন, লাভলী আলম, বিএনপি অষ্ট্রেলিয়ার একাংশের সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, শিবলী আব্দুল্লাহ, প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ, নাসিম আহমেদ সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলী।