পলাশ প্রতিনিধি:
পলাশের পাপড়ী সংগঠনের পক্ষ থেকে অসহায় গরীব বিধবা ও এতীমদেরকে ঈদ সামগ্রী বিতরন।
পবিত্র রমজান মাস এবং ঈদূল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পলাশের বিএডিসি শেখ সুপার মার্কেটে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ূয়া ছাএছাএীদের সংগঠন পলাশের পাপড়ী তাদের এই মহতী কার্যক্রম সম্পন্ন করে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসিবে উপস্থিত ছিলেন আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারন সম্পাদক তৌকির আহমেদ। উক্ত সংগঠনের একজন সদস্য শেখ রাসেল মাহমুদ বলেন পলাশের পাপড়ী সংগঠন সবসময় সমাজের ভাল কাজগুলো করতে চায়। উপস্থিত ছিল উক্ত সংগঠনের অন্য সদস্যরা এরমধ্যে ইয়াছির আরাফাত উমর ফারুক নাহিদ শেখ আল রাজী আরাফাত হযরত আলী মাকসুদ জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এবং পলাশের পাপড়ী সংগঠনকে আগামীতে এগিয়েনিতে সকলের সহযোগীতা চায়। পলাশের পাপড়ী এবারের ঈদে কয়েকটি গরীর পরিবার কিছু বিধবা কয়েকজন এতীম এবং একটি অন্ধ পরিবারের মধ্যে কাপড় এবং নগদ অর্থ বিতরন করে।
পলাশের পাপড়ী সংগঠনের পক্ষ থেকে অসহায় গরীব বিধবা ও এতীমদেরকে ঈদ সামগ্রী বিতরন।
পবিত্র রমজান মাস এবং ঈদূল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পলাশের বিএডিসি শেখ সুপার মার্কেটে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ূয়া ছাএছাএীদের সংগঠন পলাশের পাপড়ী তাদের এই মহতী কার্যক্রম সম্পন্ন করে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসিবে উপস্থিত ছিলেন আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারন সম্পাদক তৌকির আহমেদ। উক্ত সংগঠনের একজন সদস্য শেখ রাসেল মাহমুদ বলেন পলাশের পাপড়ী সংগঠন সবসময় সমাজের ভাল কাজগুলো করতে চায়। উপস্থিত ছিল উক্ত সংগঠনের অন্য সদস্যরা এরমধ্যে ইয়াছির আরাফাত উমর ফারুক নাহিদ শেখ আল রাজী আরাফাত হযরত আলী মাকসুদ জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এবং পলাশের পাপড়ী সংগঠনকে আগামীতে এগিয়েনিতে সকলের সহযোগীতা চায়। পলাশের পাপড়ী এবারের ঈদে কয়েকটি গরীর পরিবার কিছু বিধবা কয়েকজন এতীম এবং একটি অন্ধ পরিবারের মধ্যে কাপড় এবং নগদ অর্থ বিতরন করে।