রবিবার, ৩ জুন, ২০১৮

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন

জহিরুল ইসলাম :

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী জেলার শিবপুর উপজেলার শেরপুর জামিয়া ফারুকিয়া  মাদ্রাসার এতিম শিশু ও ছাত্রদের সাথে ইফতার করেছেন রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন  । ১৬ রমজান ০২জুন শনিবার  মাদ্রাসার ছাত্রদের সাথে রোটারী ক্লাব, রোটারেক্ট ক্লাব ও ইন্টারেক্ট ক্লাব এর সদস্যবৃন্দ এই  ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

প্রতি বছরই নরসিংদীর বিভিন্ন মাদরাসায় ছাত্রদের সাথে ইফতারে অংশ গ্রহন করে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন সংগঠন।
 তারই ধারাবাহিকতায় এই বছর ইফতার করে   শেরপুুর ফারুকিয়া মাদ্রাসায়। ইফতারে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক ছাড়াও আরো উপস্থিত ছিলেন     রোটারীয়ান জিয়াউর রহমান পিএইচএফ, প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউন  রোটারীয়ান আই পি পি মোঃ মাহবুবুর রহমান মনির পিএইচএফ, রোটারেক্ট কমিটি চেয়ারম্যান, রোটারীয়ান পিপি এম এ বাশার বাচ্চু, গভর্নর স্পেশাল এইড, রোটারীয়ান পিপি ফারুখ আহমেদ কাজল, জোনাল কো-অর্ডিনেটর, রোটারিয়ান আইপিপি মোঃ কবির হোসেন পিএইচএফ , রায়হান খান, রিজিওনাল সেক্রেটারী ,      ২০১৮-১৯ রোটাবর্ষের রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের নবনির্বাচিত প্রেসিডেন্ট সবুজসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
Share: