বুধবার, ১৩ জুন, ২০১৮

আলোকিত নরসিংদী সংগঠনের অসহায়, এতিম দুস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

আসলাম ভুইয়া:
আজ বুধবার দুপুরে নরসিংদী সরকারি কলেজে অসহায়, এতিম দুস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে "আলোকিত নরসিংদী" সংগঠন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাএলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, নরসিংদী সদর থানা ছাএলীগের সভাপতি সরোয়ার হোসেন ফয়সাল, নরসিংদী শহর ছাএলীগের সভাপতি রাজীব সরকার, নরসিংদী সরকারি কলেজের সভাপতি শিব্বির আহম্মেদ শিবলী ও প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সরোয়ার হোসেন ফয়সাল বলেন, মানবিক কাজ মানেই এক অনাবিল শান্তির ছোয়া,  সেই মানবিকতার জায়গা থেকে আসে নির্স্বাথ ভালোবাসা।  আমরা সমাজের অসহায় গবির ও এতিম দের নিয়ে কাজ করি এবং সামনে আরো বেশি করে করতে চাই।

সংগঠনের সদস্য অনিক দাস তুষার জানায়, আমরা সব সময় অসহায়, গরিব মানুষদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই।
দোয়া করবেন যেন আগামীতে আমরা আরো ব্যাপক ভাবে গরিব, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে পারি।
Share: