সোমবার, ১৮ জুন, ২০১৮

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন জন নিহত

নিজস্ব প্রতিবেদক: 
 নরসিংদীর আমিরগঞ্জ রেলব্রিজে মোবাইল সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা আমিরগঞ্জ রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবা হাফিজুল ইসলাম (৪৫), তার ৮ শ্রেণি পড়ুয়া মেয়ে তারিন (১৪), শিশু সন্তান তুলি (২)। তারা পৌর শহরের বিলাসদি এলাকার বাসিন্দা।
জানা যায়, ঈদ উপলক্ষে সোমবার বিকেলে পরিবার পরিজন নিয়ে আমিরগঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যায় হাফিজুল ইসলাম। ছবি তুলতে তারা ট্রেন চলাচলকারী ব্রিজের উপর চলে যায়। এসময় পেছন থেকে নোয়াখালিগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও দুই মেয়েসহ ৩ জন নিহত হয়।
তবে স্থানীয়রা বলছেন, নিহতরা সেলফি তুলছিল। ট্রেন চলে আসলেও তারা দেখতে পায়নি। এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে যায়।
রেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ অালম বলেন, আমাদের ধারণা তারা ব্রিজে ঘুরাঘুরি করছিল। ট্রেন চলে আসলে তারা আর ব্রিজ থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
Share: