সোমবার, ৪ জুন, ২০১৮

সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ইফতার অনুষ্ঠিত

সিঙ্গাপুর প্রতিনিধি: সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল ৩রা জুন ২০১৮ ইং রোজ রবিবার সিঙ্গাপুরের অভিজাত্য রেষ্টুরেন্ট আনন্দ ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন জ্যাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সোবাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলার কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক একেএম মোহসিন, বাংলাদেশ থেকে আগত ব্রাহ্মণবাড়ীয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হিরা, সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি: মনিরুল ইসলাম পাঠান ও সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাকির হোসেন ও এস এইচ আদনান শাহ্‌।

ইফতার পূর্বে স্বাগত বক্তব্য রেখেছেন স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মিরাজ উদ্দিন। তাছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবলীগের চাঙ্গি এয়ারপোর্ট শাখার আহবায়ক মিলন রহমান, সিঙ্গাপুর ছাত্রলীগ নবগঠিত কমিটির সভাপতি সোহাগ মাহমুদ, সাধারন সম্পাদক জেপি তালাস, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দিদার, মাসুদ, বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক উজ্জল মাহমুদ, চাংগি শাখার সভাপতি আকাশ মির্জা, জুরং শাখার সভাপতি মাসুদ পারভেজ, জুরং শাখার সাধারণ সম্পাদক ইডি ইবরাহীম সহ সিঙ্গাপুর আওয়ামী ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কোরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রাসেল।
Share: