রবিবার দুপুরে বানিয়াছল জামিয়া দ্বীনিয়া মাদরাসাওএতিমখানায় নরসিংদী জেলার বিভিন্ন মাদরাসার এতিম ও গরিব ছাত্রদের ঈদ উপহার বিতরণ করে যাত্রাপথ সংগঠন। প্রতিবছরের ধারাবাহিগতা নিয়ে এবারও এই আয়োজন করে। রোটারেক্ট জহিরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়। মাদরাসার ছাত্রদের ইসলামী গজলের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন আমরা নরসিংদীবাসীর সংগঠনের সাধারন সম্পাদক তৌকির আহমেদ, গোলাম কবির কামাল, আমিনুল হক বাচ্চু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এই সংগঠনটি সবসময় সমাজের ভালো কাজে সহযোগিতা করে আচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ইফাত বলেন, আমরা গত ৩ বছর ধরে সমাজের অসহায় গবির ও এতিম দের নিয়ে কাজ করি। যার আমাদের সংগঠনের পাশে থেকে সবসময় সহযোগীতা করে সবাই কে অসংখ্য শুভেচ্ছা।
আমরা এই বছরই গরিব পরিবার কে ঈদ সামগ্রী দিবো। আশা করি সকালে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। এই বছর আমার ৫ টা মাদরাসা এতিম ও গরিব ছাত্রদের ঈদ উপহার দিয়েছি। দোয়া করবেন যেন আগামীতে সকল মাদরাসায় দিতে পারি। উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।