নরসিংদী জেলার প্রায় ১৫০ জন দুস্থ অসহায় পথশিশুর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। আজ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলার কারারচর ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শুভসংঘের সদস্যদের নিজ অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয় বলে উদ্যোক্তারা জানান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শুভসংঘের উপদেষ্টা ড. মো. মোয়াজ্জেম হোসেন, রাসেল বিন হাসনাত, কালের কণ্ঠ'র নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, নরসিংদী শুভসংঘের সভাপতি মাহবুবুর রহমান মনির, সাধারণ সম্পাদক রাকিবুল মাছুম, তানভীর আহমেদ, রাজু আহমেদ জনি, জহিরুল ইসলাম,আবু বকর,তানভীর সানি,মোস্তাক,জেরিন নুসরাত, স্মৃতি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।