শনিবার, ৯ জুন, ২০১৮

হাসনাত মিলনের কথায় আয়েশা মৌসুমীর কন্ঠে "বাধা" গানটি মুক্তি

স্বপন ওয়াহিদ: হাসনাত মিলন মূলত একজন ছড়াকার,ছড়া কবিতা লিখার পাশাপাশি গানও লিখে। তিনি দীর্ঘদিন যাবত সিঙ্গাপুর থেকে প্রকাশিত ‘বাংলার কন্ঠ’ এর সাথে জড়িত। পাশাপাশি সোনার বাংলা সাহিত্য পরিষদের সাথে দীর্ঘদিন যাবত কাজ করছেন।


আসছে ঈদে প্রখ্যাত গীতিকার ইথুন বাবুর সুর ও সংগীতে হাসনাত মিলনের কথায় আয়েশা মৌসুমীর কন্ঠে "বাধা" গানটি মিউজিক ভিডিও আজ রাত ৮ ঘটিকায় রিলিজ হবে। গানটি EB Music Tv You Tube এ দেখা যাবে।
Share: