বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

নরসিংদীতে প্রয়াস সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জহিরুল ইসলাম : 
নরসিংদীতে প্রয়াস সংগঠনের উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  নরসিংদী জেলা শহরের বালুরচর ব্রিলিয়ান্টস কোচিং সেন্টারের অডিটিয়াম রুমে  এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  মারজানুল হকের পরিচালনায়  উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা নরসিংদীবাসীর সাধারন সম্পাদক তৌকির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রয়াস সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম, আতিকুর রহমান,  রোটারেক্টর জহিরুল ইসলামওডা লুৎফা হক লাভলী। সভাপতি জায়েদ আল ফুয়াদ,সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সজীবসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এই সময় সভাপতি জায়েদ আল ফুয়াদ প্রয়াস সংগঠনে কার্যকলাপ তুলে ধরেন। প্রতিবারের মত এবারও তারা ঈদ সামগ্রী বিতরণ করবে গরিব পরিবারের মাঝে। অনুষ্ঠানে তৌকির আহমেদ  সকল সদস্যদের কে  দিক নিদর্শনা দেন সকল কে ঐক্য হয়ে মিলে মিশে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন সবসময় ভালো কাজে পাশে আছেন থাকবেন। যেকোন ভালো কাজে সবসময় পাশে থাকবে। 
Share: