সোমবার, ২ জুলাই, ২০১৮

নরসিংদীতে খোলা কাগজের গোল টেবিল বৈঠক

খন্দকার শাহিন:
ভিন্ন মাত্রার দৈনিক খোলা কাগজ পত্রিকার আয়োজনে নরসিংদীতে “সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুলাই সোমবার সকাল ১১টায় নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন ডিসি রোডে একটি চাইনিজ রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খোলা কাগজ প্রতিনিধি খন্দকার শাহিন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নরসিংদী, গোলাম মাওলা তালুকদার। তিনি বলেন, সাংবাদিকরা ব্যতিক্রম সংবাদ পরিবেশন করলে অল্প সময়ে তার পত্রিকার অনেক জনপ্রিয়তা বেড়ে যায়। বৈঠকের আয়োজক খোলা কাগজ ভিন্ন মাত্রায় সংবাদ পরিবেশন করে ও জনসচেতনতা মূলক কাজেও ভূমিকা রেখে চলছে। সেই সাথে সব সাংবাদিকদের জনসচেতনতা মূলক কাজে এগিয়ে আসতে হবে বলে তিনি আহ্বায়ন জানান। তিনি আরো বলেন সড়কে নিরাপত্তার জন্য দরকার সু শিক্ষিত অবিজ্ঞ চালক, যারা মৃত্যুকে ভয় করবে কোন ঝুঁকিপূর্ণ ওভারটেক করবে না। তা হলেই জনসাধারণ সড়কে নিরাপদ চলাচল করতে পারবে ও সড়কে দুর্ঘটনা কমে যাবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার এ বৈঠকের সভাপতিত্ব করেন, নিসচা নরসিংদী জেলা শাখার সভাপতি সোহরাব হোসেন ভূইয়া সোহাগ। সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিসচা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, ইনডিপেনডেন্ট টেলিভিশন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, দৈনিক কালের কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক প্রথম আলোর নরসিংদী জেলা প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, ডিবিসি নিউজ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি তোফায়েল আহম্মেদ স্বপন। টেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নরসিংদী(২) মুনিরুজ্জামান খাঁন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মানিক, দৈনিক খোলা কাগজের নরসিংদী প্রতিনিধি মিল্টন দাস, পরিবর্তন ডটকম এর জেলা প্রতিনিধি লক্ষন বর্মন, নরসিংদী সারাদিনের স্টাফ রিপোর্টার ইমন ছিদ্দিকি, নিসচা নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বায়েজিদ মিয়াসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Share: