বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার  :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকারসহ সারাদেশে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রদল। আজ বুধবার সকালে নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে শহরের সাটিরপাড়া পেট্রোলপাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড পায়রা চত্তর ঘুরে কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পৌর ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদ।
এসময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share: