বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

কবি মাহী নূর মাহির কবিতা বন্ধু আমার


বন্ধু আমার
-কবি মাহী নূর মাহির

তোমায়    নিয়ে    শত    ভাবনা
কবিতা আর গান,
তোমার  স্পর্শে    সতেজ   হলো
নিবেদিত এই প্রাণ।

তুমি   আমার   কবিতার   খাতা
পড়ন্ত বিকেলের সুর,
তোমার   চোখেই    সাগর  দেখি
নীলাকাশ লাগে সুমধুর।

তুমি   আমার  কলমের  টান  বন্ধু
ভূলে যেওনা আমাকে,
হাজার ফুলের মালা দিবো তোমায়
জীবনের বাঁকে বাকে।

Share: