যানজট
মাহী নূর মাহী
বাসে উঠলেই লোকাল সার্ভিস-
ট্রেনে যেতে হয় ঝুলে!
কখনো কখনো মানুষ ভাবতে-
নিজেকেই যাই ভুলে!
স্কুটার টার্মীনালে লাগে ভয়!
রাখতে পারিনা আস্থা,
দুজনের সিটে চারজন বসাবে-
যেনো লবণের বস্তা!
সঠিক সময় পৌঁছাতে হবেই-
স্ব স্ব কর্মস্থলে,
একটু দেরী হলে, বসেরা সব-
তেলে বেগুনে জ্বলে!
যানজট আর ধাক্কা-ধাক্কী-
যায়না কপাল গুনে,
জনতার এই আহাজারী বলো
এমন কেউ আছে শুনে?