শনিবার, ২৮ জুলাই, ২০১৮

নরসিংদীতে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষে পদার্পণ উদযাপন

সুজন বর্মণ দ্বীপ:
নরসিংদীতে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজে আলোচনা সভা ও কেক কাঁটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠানে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষে পদাপর্ণে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কালাম মাহমুদ, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরশেদ শাহারিয়ার, রোটারী ক্লাব অব নরসিংদী মিডটাউনের সাবেক প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মনির,  ,চ্যানেল একাওরের নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেন,চ্যানেল টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের স্টার্ফ রিপোর্টার সন্জিত সাহা, নিউজ টোয়েন্টিফোরের নরসিংদী স্টার্ফ রিপোর্টার সুমন বর্মণ, চ্যানেল নাইন ও মানবকণ্ঠের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খাঁন সরকার বাংলাদেশ টেলিভিশন ও আমাদের সময়ের নরসিংদী প্রতিনিধি শাহীন মিয়া, ডিবিসি চ্যানেলের নরসিংদী প্রতিনিধি তোফায়েল আহম্মেদ স্বপন, প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, খোলা কাগজের নরসিংদী প্রতিনিধি মিল্টন দাস,পরিবর্তন ডট কমের নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মন,আনন্দ টিভির নরসিংদী প্রতিনিধি হৃদয় খাঁন, আমাদের সময়ের মনোহরদী প্রতিনিধি হারুনুর রশীদ  প্রমুখ।
বক্তারা বলেন, সত্য প্রকাশে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিউজ টোয়েন্টিফোর মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে চলছে। নরসিংদীর সমস্যা, বহুমুখি অর্জন ও সম্ভাবনাকে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে নিউজ টোয়েন্টিফোর। আগামী দিনেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিরা কেক কেঁটে নিউজ টোয়েন্টিফোরের ৩য় বর্ষ পদার্পণ উদযাপন করেন।


Share: