মোমেন খাঁন,মুরাদনগরঃ
আজ সকাল ১০ টার দিকে যাত্রাপুর থেকে রঘুরামপুর যাওয়ার পথে লম্বা দীঘির পারে ভাঙ্গা রাস্তা পার হবার সময় ট্রাক উল্টে পুকুরে পরে যায়,এতে ঘটনাস্থলে ১ জন নিহত,২ জন আহত।আহত দুজন কে কুমিল্লাহ মেডিকেলে নেয়া হয়েছে,এদের মধ্যে একজনের অবস্থা আসঙ্কা জনক।
নিহত একজন রঘুরামপুরের হাবিবুর রহমানের ছেলে ইমন।আহত দুজন ট্রাক চালক মো: আক্তার,পিতা কাসেম মিয়া অপর জন তারই চাচাতো ভাই ট্রাক হেলপার।
জানা যায় ব্রিকফিল্ট থেকে রঘুমারপুরের হাবিব মিয়ার ইট সরবারাহের জন্য চুক্তি কারা হয় সুহেল ভুইয়ার ট্রাক সার্ভিস কে।সুহেল ভুইয়ার ট্রাক পরিচালনা করেন ড্রাইবার আক্তার,ও হেলপার তারই ছোট ভাই।যাত্রাপুর থেকে ইট সরবারহের জন্য রঘুরামপুর যাওয়ার সময় ইটের গাড়ির উপরে বসা ছিলো হাবিব মিয়ার ছেলে,টাক ড্রাইবিং করতেছিলো আক্তার,এবং সাথে তার ছোট ভাই।লম্বা দীঘী পার গেসে যাবার সময় ভাঙ্গা রাস্তা পার হবার সময় ট্রাকটি উল্টে দীঘীর ভিতরে পরে যায়।
এ দুর্ঘটনার জন্য ভাঙ্গা রাস্তা আর চালকের অনভিজ্ঞতা দায়ী করতেছে সবায়।মূলত যাত্রাপুর থেকে রঘুরামপুর যাবার রাস্তাটায় কোন ট্রাক চলাচলের যোগ্য না বর্তমানে,তা ছারা সুহেল ভুইয়ার সব ট্রাক পরিচলনা যারা করে সবাই অনঅভিজ্ঞ এবং নেই কোন ড্রাইবিং লাইসেন্স।যারা তার ট্রাক চালায় বেশিরভাগই আগে রিক্সা বা বেন চালাইতো,দেখে দেখে ড্রাইবিং শিখা কে পুজি করে ট্রাক পরিচালনা করছে ওরা।
আজ সকাল ১০ টার দিকে যাত্রাপুর থেকে রঘুরামপুর যাওয়ার পথে লম্বা দীঘির পারে ভাঙ্গা রাস্তা পার হবার সময় ট্রাক উল্টে পুকুরে পরে যায়,এতে ঘটনাস্থলে ১ জন নিহত,২ জন আহত।আহত দুজন কে কুমিল্লাহ মেডিকেলে নেয়া হয়েছে,এদের মধ্যে একজনের অবস্থা আসঙ্কা জনক।
নিহত একজন রঘুরামপুরের হাবিবুর রহমানের ছেলে ইমন।আহত দুজন ট্রাক চালক মো: আক্তার,পিতা কাসেম মিয়া অপর জন তারই চাচাতো ভাই ট্রাক হেলপার।
জানা যায় ব্রিকফিল্ট থেকে রঘুমারপুরের হাবিব মিয়ার ইট সরবারাহের জন্য চুক্তি কারা হয় সুহেল ভুইয়ার ট্রাক সার্ভিস কে।সুহেল ভুইয়ার ট্রাক পরিচালনা করেন ড্রাইবার আক্তার,ও হেলপার তারই ছোট ভাই।যাত্রাপুর থেকে ইট সরবারহের জন্য রঘুরামপুর যাওয়ার সময় ইটের গাড়ির উপরে বসা ছিলো হাবিব মিয়ার ছেলে,টাক ড্রাইবিং করতেছিলো আক্তার,এবং সাথে তার ছোট ভাই।লম্বা দীঘী পার গেসে যাবার সময় ভাঙ্গা রাস্তা পার হবার সময় ট্রাকটি উল্টে দীঘীর ভিতরে পরে যায়।
এ দুর্ঘটনার জন্য ভাঙ্গা রাস্তা আর চালকের অনভিজ্ঞতা দায়ী করতেছে সবায়।মূলত যাত্রাপুর থেকে রঘুরামপুর যাবার রাস্তাটায় কোন ট্রাক চলাচলের যোগ্য না বর্তমানে,তা ছারা সুহেল ভুইয়ার সব ট্রাক পরিচলনা যারা করে সবাই অনঅভিজ্ঞ এবং নেই কোন ড্রাইবিং লাইসেন্স।যারা তার ট্রাক চালায় বেশিরভাগই আগে রিক্সা বা বেন চালাইতো,দেখে দেখে ড্রাইবিং শিখা কে পুজি করে ট্রাক পরিচালনা করছে ওরা।