রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

মনি রায় ঘোষ এর কবিতা গুচ্ছ

মনি রায় ঘোষ
যদি বলতে
------------------------------

যদি বলতে পাশে আছো তুমি তবে দুর্গম পথও আমি হেসে পেরোতাম।
যদি বলতে ভালবাসো আকাশের বুক চিরে বৃষ্টি হতাম।
যদি চোখে চোখ রেখে আশ্বাস দিতে তবে বিশ্বাসের বেড়াজালে তোমায় জড়িয়ে নিতাম।
যদি একবার বলতে পাশে আছো থাকবে সারাজীবন।
তবে সবকিছু ভুলে নিজেকে তোমার হাতে সপে দিতাম।

আমার স্বপ্নের বিছানা
--------------------------------

আমার স্বপ্নের বিছানা তেও রোদ পড়ে দুপুর বেলা।
খোলা জানালা দিয়ে দেখি অকাল বর্ষন।
কখনো বা ভেজা তুলোর মত মেঘ ঝড়ে পড়ে।
কতটা বাস্তব কতটা কল্পনা সেসবের ধার ধারিনা।
রাগ দুঃখ আবেগ আর একরাশ অভিমান নিয়ে রঙ্গমন্চে উঠি।
হাজার কবিতার ভিড়ে আমি আমার কবিতা খুঁজি।
হঠাত নিজেকে দেখে চমকে উঠি হাজার কবিদের ভিড়ে।
আমার স্বপ্নের আঙিনায় হঠাৎ করেই এক পশলা বৃষ্টি ঝরে।
আমি চোখ বন্ধ করে ভিজি।
চোখ মেললেই যদি বাস্তবের কড়া রোদ গায়ে এসে পড়ে,
সেই ভয়ে গুমড়ে থাকি।
স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি নিজেকে খুঁজি।

ফিরে এসো একটিবার
-----------------------------------

যদি যৌবনে আর বসন্ত না আসে,
যদি বয়সের খাঁদে পরে হারিয়ে যায় রুপ লাবণ্যের ভাস্কর্য।
যদি শরীরের শুভ্রতা জীর্ণতায় পরিনত হয় তবে কি সমস্ত ভালোবাসা ছেড়ে যাবে আমায়?
যদি শিরা উপশিরা গুলো উত্তাপ হারায় যদি কামনা বিলুপ্ত হয় গোধূলির নিয়ন আলোয় তবে কি সব প্রেম চাপা পড়ে যাবে ধ্বংসস্থুপের অন্তরালে।
শুধু কি ভালোবাসার টানে তুমি কি ফিরবে না সেদিন?
যদি এলোমেলো বেশে অপেক্ষা করি
যদি তোমার জন্য আহত পাখির মত ছটফট করি
যদি বলি একটিবার আমায় জরিয়ে ধরো।
কমলা রঙের রোদ পেরিয়ে নয়
রেশমী চুলের কস্তুরী গন্ধে মাতাল হয়ে নয়...
এই সাদামাটা রুপ জৌলুস হীন আমার জন্যই একটি বার ফিরে এসো শুধু আমার হয়ে।
Share: