সোমবার, ২০ আগস্ট, ২০১৮

মনি রায় ঘোষ এর অনু গল্প অতৃপ্তি

অতৃপ্তি
#মনি_রায়_ঘোষ

সারাদিন ঘরের কাজ করে সন্ধ্যের পর যেটুকু টাইম পায় ততটুকু সময় হাতে খাতা কলম নিয়ে বসে মিলি।
সব দায়িত্ব পালন করে নিজের দিকে তাকানোর আর সময় হয়না ওর।
বাবা মা ভালো ছেলে দেখে নিজেদের ঘাড় থেকে বোঝা নামিয়েছে।একবার জানতেও চায়নি ও কি চায়।এমনকি এই বিয়েতে মত আছে কিনা সেটাও একবার জানতে চায়নি।খুব অভিমান হয় ওর বাবা মা এর ওপর।বড় লেখিকা হওয়ার ইচ্ছে ছিল ওর।কিন্তু আজ লেখার সময় টুকু বার করতে ও হিমসিম খায়।সন্ধ্যে বেলা লিখতে বসলেও নানান দিক থেকে নানান কথা ভেসে আসে।নানান ধরনের মন্তব্য পেরিয়ে লেখার ইচ্ছেটাই চলে যায়।
মিলির স্বামী বলে কি হবে এসব ছাইপাশ লিখে।ইনকাম তো হয়না এক পয়সাও।মিলির জানা ছিলনা মানুষ সবকিছু কি টাকার জন্য করে?
যার স্বপ্নের মর্যাদা বাবা মা দিতে পারেনি অন্যরা তার কথা ভাবতে যাবেই বা কেন।
আজ মিলির শ্বশুর বাড়িতে অনেক লোক।সবাই সমবেদনা জানাতে এসেছে।মিলির নিথর দেহ টা ঘিরে অনেকেই মিলির সুখ্যাতি করছে।স্বামী শ্বশুর শাশুড়ি সবাই দুঃখে ফেটে পড়ছে।আত্মহত্যা করলে তো আর পুলিশ কিছু করতে পারেনা।
তাই কারো কোন শাস্তি হয়নি।একরাশ অতৃপ্তি নিয়ে মিলি চলে গেছে।কেউ ছুঁয়ে দেখেনি ওর না পাওয়া গুলোকে।ওর স্বপ্নের কথা কেউ জানতে চায়নি কখনো।তাই ও কাউকে কিচ্ছু না জানিয়ে নিজের স্বপ্ন গুলো নিয়ে পারি দিয়েছে অজানার দেশে।
Share: