তোমার প্রিয় কবি আঞ্জুমন আরা কবিতা
নাইবা হলাম আপন তোমার নাইবা গেলাম কাছে,
এই পোড়া মন রাখবো জমা তোমার হিয়ার মাঝে।
সোনার শেকল দিলাম খুলে ঐ রাঙা চরণে,
চাইনা হতে জীবন সাথী ডাক দিও মরণে।
তোমার কাছে আসবো ফিরে যখন হবে ভোর,
তন্দ্রা এসে ভিড়লে চোখে খুলে রেখো দোর।
পাখির সাথে বন্ধু হয়ে দোলোন চাঁপার ডালে,
রইবো ফুঁটে তরু শাখে নাচবো হাওয়ার তালে।
মৌমাছিরা তুলবে মধু আমার বক্ষ চিরে,
ভ্রমর হয়ে গুন গুনিয়ে রাখবো তোমায় ঘিরে।
খিরকি ছুঁয়ে যে সমীরণ শীতল করে মন,
আমার স্মৃতি তেমনি ঘিরে রইবে সারাক্ষণ ।
নিশীথ রাতে একটু আলোর ঝলক যদি পাও,
ওটাই আমি তোমার প্রিয় বসত সুদূর গাঁও।