শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

নীলিমা নীলুর কবিতা সুখের দহন




সুখের দহন
নীলিমা নীলু

এখন সব থেকে বেশি দরকার সুশীতল হাওয়ায়
তুমি খুলে দিলে খিল এক ঝটকায়

কখনো বসন্ত যদি দোলায় পল্লব এই নিলিমায়
তুমি তো আছো আমার চোখের অন্তঃতায়

জেগে আছে নীল আকাশ, লাল  জবা, কত পাখি
আজ হৃদয় বড় বেশি শুকাতুর বেদনায়।

আমাকে কি দেবে  কেবল আঘাত?
নাকি  দেবে হিমঝরা সুখের জলধি

আর কত পারি দেবো একাই নিরবধি
শুধু কি দু:খ দিবে?

তবে ভেবে নিবো এ আমার সুখের দহন..
কাঁদি জীবনে কত যে রুদন অবেলায়।
Share: