বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

কবি লুফাইয়্যা শাম্মীর এক গুচ্ছ কবিতা



 রাত

আমি বিষণ্ণ রাত-
চাঁদ হেলে পড়লে ঢলে পড়ি।
এক হাতে সূর্য নিয়ে আমার বুকে ছুড়ে জিউস,উত্তপ্ত বিছানায় প্রেমিকার প্রত্যাখ্যানে।অভিশাপ দিতে দিতে সরে যাই,নেমে আসে দিন।

ফিরে আসি বারংবার, প্রেমিকার টানে।একটা প্রগাঢ়  চুম্বন, কিছু বিষণ্ণ স্মৃতি ছুঁয়ে ভাবি-হয়তো আমি কোনো চর্বির পিণ্ড- যে ভার সইতে না পেরে জিউসপত্নী সরে যায় দূরে।
নেমে আসে বিষণ্ণ রাত।


স্বপ্ন

আমার কোনো স্বপ্ন নেই-
বৃষ্টির মত ঝরেছে যে ফুল সেখানে আমার কোনো গন্ধ নেই,শুধু মুগ্ধতার মায়া কান্নায় কেঁদে চলেছি স্রোতের মত।
স্বপ্ন স্বর্ণলতার মত তরতর করে বেয়ে উঠেনা আমার ঘরের কার্নিশে,
বাগানবিলাস আজকাল আর ফুটেনা তাই।
এই যে আজ সত্যি কথার মত মেঘ ও আমায় বৃষ্টি হয়ে ছোঁয় না যেন আমি নিষিদ্ধ কোনো পাপ।
তবুও আমার মেঘের মতো জমাট বাঁধা সেই স্বপ্ন ছুঁতে ইচ্ছে করে,জানতে ইচ্ছে করে তারা বৃষ্টি হয়ে ঝরে নাকি আকাশ হয়ে রয় মাথার উপর।
আমি একটা আকাশ চাই,যেখানে বিস্তৃত থাকবে আমার অধিকার আর স্বপ্নেরা।


ভালোবাসি

শব্দের বাহুল্যতায় জটিল কাব্য তুমি,
যেখানে ইচ্ছের ঘুরপাকে শব্দ সাজাতে যেয়ে পা পিছলে যাই বারংবার ;আঙুল ছুঁইয়ে যদি ভরসা দাও
অপেক্ষা সেই সময়ের-
ব্যাকরণের "তীর্থের কাক" হয়ে অপেক্ষা সেই অমোঘ ক্ষণের -ক্লান্ত -ঘুম ঢুলো ঢুলো চোখে।

পদচিহ্ন খুঁজে ফেরা সেই পথ-যে আঙিনায় শুকোতে দিয়েছি আমার আদ্র হৃদয়।

সমুদ্রের মত বিশাল তোমাতে যখন আকাশ নামে-আমি পথ খুঁজেফেরা এক নদী ;তোমার বুকে আছড়ে পড়ার অপেক্ষায় কাটে এক একটা মুহূর্ত।
যেখানে বিলীন এক গাঙচিলের সুখ!

অপেক্ষার ভার পাহাড়সম -তবুও আকুল প্রতীক্ষা সেই মুহূর্তের!
যখন সকল দ্বিধা কিংবা জড়তা ভেঙে;চলমান সময়ের মতই চঞ্চল হয়ে
বুকে আছড়ে পড়ে বলবে 'ভালোবাসি'।
Share: