কবিতা নীলিমা নীলু
কবিতা! তুমি আমার পরম আনন্দ
আমার প্রিয়তম সখা
আমার স্বপ্নচারিনী তুমি
আমার কল্পনায় অদেখা।
তুমি আমার অন্তরের সুখ বসন্তের সুস্নিগ্ধ সমীরণ
দুঃখে বেদনায় তুমি জননীর আকুল স্নেহভাজন।
সংগ্রামে সংকটে তুমি প্রেরণাদায়িনী একান্ত সুহৃদ
তোমার সাধনায় জাগি নিরব রজনী চোখে নাই নিদ।
চির সাথী হয়ে তুমি থাক মোর জীবনে মরণে
অস্ত না যাওয়া গ্রহ তাঁরা তুমি আমার গগনে।
আমার ভাষা আর শব্দের নৈপুণ্য হও মূর্তিমান
জেগে থাকো তুমি হৃদয়ে উজ্জ্বল মহীয়ান।