ফখরুল হাসান :--
কবি ফারহানা নিমগ্ন দুপুর
পেলো বিচারপতি এস এম মজিবুর রহমান সাহিত্য সম্মাননা স্মারক-২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য বিচারপতি এস এম মজিবুর রহমান ও মিসেস মজিবুর।
গ্লোরিয়াস চাইনিজ রেস্টুরেন্ট কাঁটাবন ১১-০৯-১৮ সন্ধ্যায় বেশ কয়েকজন তরুণ কবিদের এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি ফারিহা রহমান স্নেহা। অনুষ্ঠানে আগত কবিদের উৎসাহ দেয়ার জন্য। বিচারপতি এস এম মজিবুর রহমান বলেন। এটা আমার নিজস্ব আয়োজন , নবীন লেখকদের উৎসাহ দেয়াই একমাত্র উদ্দেশ্য । ষোল কোটি জনগণের এই দেশে হাতে গোনা গুটিকয়েক ভালো লেখক আছে । এখন থেকে ভালো লেখক তৈরি না হলে এই দেশ মেধাশূন্য হয়ে যাবে । তাই যারা লেখালেখি করছে তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে। ভালো লেখক হওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা ।