ফখরুল হাসান :--
কবি পথিক রাানা পেলো বিচারপতি এস এম মজিবুর রহমান সাহিত্য সম্মাননা স্মারক-২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য বিচারপতি এস এম মজিবুর রহমান ও মিসেস মজিবুর।
গ্লোরিয়াস চাইনিজ রেস্টুরেন্ট কাঁটাবন ১১-০৯-১৮ সন্ধ্যায় বেশ কয়েকজন তরুণ কবিদের এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি আরজুমুন। অনুষ্ঠানে আগত কবিদের উৎসাহ দেয়ার জন্য। বিচারপতি এস এম মজিবুর রহমান বলেন। এটা আমার নিজস্ব আয়োজন , নবীন লেখকদের উৎসাহ দেয়াই একমাত্র উদ্দেশ্য । ষোল কোটি জনগণের এই দেশে হাতে গোনা গুটিকয়েক ভালো লেখক আছে । এখন থেকে ভালো লেখক তৈরি না হলে এই দেশ মেধাশূন্য হয়ে যাবে । তাই যারা লেখালেখি করছে তাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে। ভালো লেখক হওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা ।