নীলিমা নীলু'র কবিতা কলম
আমার আছে একমাত্র পরম বন্ধু
তার নাম কলম
এ যে শত্রুর যম
কলম তুমি নও শুধু ক্ষুদ্র তুচ্ছ হাতিয়ার
কাগজের বুকে খসখস শব্দে ধেয়ে চল
সে শব্দ যেন চলমান ট্যাংক বহরের গর্জন
নিধন কর শত্রু,জয় কর কত জনপথ রাজধানী।
তোমার মহান আসন
মানুষের হৃদয় বরাবর জামার এক ছোট্ট পকেটে
তোমার আয়তন ত সুবিশাল নয়
অথচ তোমার দাপট এটমের চেয়েও ভয়ংকর।
ধ্বংস কর, কর নির্মাণ, কত মানব মন
জ্ঞানী গুণীরাই জানে তোমার মহিমা অপার
কেবল তারাই তোমাকে করে সদ্ব্যবহার,
করে ধারণ আমরণ পণ...।