মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

কবিতা প্রতীক্ষা কবি নীলিমা নীলু



রাত জেগে জেগে যদি দুচোখে পড়ে বিষাদের ছায়া,

অভিমানের পালা শেষ না হলেও বুকে জমে থাকে মায়া,

মনে রেখো আমি এখনো আছি তোমারি প্রতিক্ষায়।

এমন ও অনেক দিন গেছে

আমি অধির আগ্রহে অপেক্ষায় থেকেছি

হেমন্তের পাতা ঝরার শব্দ শুনবো বলে

নিঃশব্দে অপেক্ষায় করেছি কোন বনভূমিতে

কোন বন্ধুর জন্য হয়তো বা কোন শুভাশিসর জন্য

এমন অনেক দিন গেছে ম্যাসেজ এসেছে

অপেক্ষা করো আমি আসছি

হয়তো বা কেউ বলবে শীতের সকালে

তোমায় নিয়ে হেঁটে অনেক পথ পাড়ি দিবো

কুশায়ার চাদর জড়িয়ে।

হয়তো বা বলবে তৈরি থাকিস সিনেমায় যাবো

প্রতীক্ষা করবো শুধু তোমার জন্য

প্রতীক্ষা শব্দটি শুধুই তোমার জন্য

খুব যতনে বুকের তরঙ্গ এ তুলে রাখলাম

আমি  তোমার জন্য পথে প্রান্তরে

অনঃন্ত কাল ঠাঁই দাঁড়িয়ে থাকবো

দাঁড়িয়ে থাকতে থাকতে কান্ত হবো

তবু ও প্রতীক্ষার প্রহর শেষ হবে না

বৃক্ষের মতো অনড় হয়ে প্রতীক্ষায় থাকবো।

তেমনি...

তুমি ও আমার জন্য প্রতীক্ষায় থেকো প্লিজ...
Share: