প্রতিক্ষায়
এসেছিলে
আজ প্রাতে
স্বপ্নে আমার দুটি আঁখিপাতে
ভরে গিয়েছিলো কোন এক গন্ধে
ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে
সে যে পাশে এসে বসেছিল
স্বপ্নের মাঝে দিল স্বপ্নিল ছোঁয়া
জেগে দেখি পাগল করা দক্ষিণ হাওয়া
সে গন্ধই ভেসে বেড়ায়।
কেন আমার রজনী যায়
কাছে পেয়ে কাছে না পায়
কেন বুকে লাগেনি পরশ ছোঁয়া
আজ কত বেদনায়
গভীর বিরহ বেলায়
কত প্রেম হায় কত বাসনায়
কত সুখ কত দুখে
সারা নিশি তাঁরায় তারাঁয়
যদি এসে চোখে নিরবে দাঁড়ায়
তবুও জানো মন তোমারে চায়
সব ছেড়ে সব পাবার আশায়
মনে মনে মন তোমারে চায়
জানবে শুধু
নিরলে চেয়ে আছি তোমারি প্রতিক্ষায়।।