উপমা
সাগর আকাশ যখন দেখলো মোর চোখে...
শুধালাম -কি মনে হয়?
বললো আমায় এবার হয়েছে পরাজয়।।
যখন দেখলো মোর হাসি...
বললাম নয়ন ভরে দেখো
আমাকে ম্লান করেছে এ কোথা থেকে এসে ।
স্বপ্নে যখন বললাম তাকাও ভালো করে
বললো শেষে,,,উপমা দেই কিসে
আমি যে হেরে গেছি তোমার রুপে
তোমাকে খোঁজার মতো দুটো চোখ
অপলক তাকিয়ে নয়নে নয়নে রেখে
তোমার কপলে আলতো ছোঁয়া
এঁকে দিলেম মনের অজান্তে।।।