সোমবার, ১ অক্টোবর, ২০১৮

পরকীয়া - কবি মনি রায় ঘোষ এর কবিতা



এক শরীর থেকে অন্য শরীর
নারী পুরুষের অবাধ বিচরণ।
প্রেম থাকুক বা না থাকুক
শরীরী চাহিদা ভীষণ রকম।
কেউ তো আবার জ্বালা মেটাতে
সংসার ও ত্যাগকরে।
হারিয়ে যায় একটু একটু করে
অচেনা অন্ধকারে।
রাধাকৃষ্ণ পারে যদি আমরা কেন নয়?
তাদের প্রেমেরদোহাই দিয়ে মন শান্ত হয় ।
কেউ কি জানে তাদের মনে ছিলনা কোন কাম।
মূর্খ যারা দিয়েছে তারা পরকীয়া নাম।
বৈধতার নাম নিয়ে কামনার হয় জয়।
প্রেম ভালবাসার মৃত্যু ঘটে পরিনতি শুধুই ক্ষয়।

Share: