শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

ফাহমিদা ইয়াসমিন এর এক গুচ্ছ দেশাত্মবোধ কবিতা




 আমার বাড়ি
   

দেশের বাতাস দেশের মাটি
আপনের আপন,
স্বর্গ সুখে মন ভরে যায়
নয়তো স্বপন।
যে মাটিতে জেগে আছে
অতীত বেলার গান,
কত দিন পরে তার
নিলাম আবার ঘ্রাণ।
সাত সমুদ্র তেরো নদী
দিলাম যখন পাড়ি,
মনের মাঝে ঢেউ খেলেছে
আসব আমার বাড়ি।
আমার মাটি আমার বাড়ি
লাল সবুজের দেশ,
রক্ত মাংসে একটা নাম আমার বাংলাদেশ।


নিরাপদ সড়ক চাই
 

নিরাপদ সড়ক চাই
নিরাপদে প্রাণ
আর কিছু চাইনা
একটাই গান।
মুছে যাক হাহাকার
ঘুছে যাক কান্না,
আর কিছু চাইনা
একটাই বায়না।


দেশের কথা


দেশের কথা পড়লে মনে
চোখ ভরে যায় জলে
চোখ বুঁজে তাই দেখি মাগো
নিবিড় নিরব ছলে।

কেমন আছে মাযে আমার
আছে কি সে ভালো,
প্রবাস পাড়ে থাকি আমি
দেখি না তো আলো।

কেমন আছে স্রোতস্বিনী
মনু নদী আমার,
শিশুরাকি কাটে কাঁটে সাঁতার
তুলে জলের ছাড়।



শরতের কাশফুল
 

শরতের কাশফুলের ভীড়ে
তুমি আমি হেঁটে যাবো দূর
কোন এক ভোরের গাঁয়ে।
চলে যাবো
যেথা আছে সহজ সরল
মেঠোপথের সুর।
শরতের কুয়াশা মেখে দূর্বার
নিবিড় প্রেমে
হারাবো মোরা।
শরতের কাশফুল বনে
দেখে যাবো দু নয়নে
বিশাল আকাশ
মেখে যাবো জীবনের সুখ তারা
তোমাতে আমাতে ।
Share: