শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

ফাহমিদা ইয়াসমিন এর এক গুচ্ছ রোমান্টিক কবিতা

স্বপ্নে আসে


মনের ঘরে চুরি করে
থাকে যে অধরা।
যায় না ছোঁয়া তার শরীরে
মিশে থাকে হাওয়ায়,
কানে কানে মধুর সুরে
মিলনের সুর শোনায়।
স্বপ্ন হয়েই থেকো প্রিয়
স্বপ্নেই দেখা দিও,
মনের গহীন থেকে
সবটুকু প্রেম নিও।


ভালবাসি তোমায়



দু'চোখে  ফুলেরা আজ
করুক হাসা হাসি
মনেতে মন সাজিয়ে
তোমায় ভালোবাসি।

কোকিলের কুহু সুরে
থাকো তুমি হৃদয়পুরে
মাতুক মাতাল মন কাননে
হৃদয়টাকে উজাড় করে।

যাবো গো দেখে
আকাশ বাঁকে হাসে কেমন শশি।


কোকিলের সুর



তোমার দিকে তাকিয়ে যখন
 থাকি
কত্ত কি যে ভাবতে আমি থাকি
ভা্নাগুলো ডানা মেলে
কত্ত কি যে বলে।
হয়তো তুমি হারিয়ে যাবে দূরে
নয়তো আমি হারাবো এক পুরে।
তবুও তুমি ভাবনি হয়ে থাকো
হৃদ মাঝারে আপর করো রেখো।
তুমি আমার কিরণ চন্দ্র তারা ভোর
তুমি আমার স্নিগ্ধ সকাল কোকিলেরি সুর।
Share: