সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

কবিতা আমার পাগলিটা কবি নুসরাত আক্তার শাহীন



বড্ড বেশি পাগলামী করিস তুই?
খুব বেশি খুশি হয়ে বাড়ীতে আগমন তোর!
বাড়ী থেকে হোস্টেলে যাওয়াটাই আপত্তিকর!
ওখানে আমার কেউ নেই  শুধুই পড়া আর পড়া,
এখানে আমার মা আছে! মায়ায় সব ঘেরা!
মায়ের আচঁলে সারাক্ষন তোর আনাগোনা,
মাকে ছাড়া এক মুহূর্ত তোর বাহিরে চলে না!
কখন যে এতটা বড় হয়ে গেলি রে,পাগলি,
বলতো?কিভাবে আমি তোকে আগলে রাখি?
তোর ছেলে মানুষি কিংবা আহ্লাদে আবদার,
পাঠিয়ে হোস্টেলে কান্নায় ভাসে  দু চোখ আমার!
পাগলিটা মায়ের শাড়ী পরে
মা তুমি সেজেছি,
জানো মা সবাই আমি বলে তোমার কার্বন কপি  হয়েছি!
Share: