কিছু প্রমিক চিরকাল অপ্রেমিক থেকে যায়
তাদের বোঝা দুষ্কর হয়ে দাঁড়ায়।
তারা নিয়মের গন্ডি পেরিয়ে নিজেদেরকে অন্য রুপে আবিষ্কার করে।
তারা প্রেমিকা কে আগলে রাখে মা এর মত।
প্রয়োজনে বাবার মত শাসন করে।
তারা বোনের মত বন্ধু হয়,
আবার ভাইয়ের মত খুনসুটি ও করে।
তারা প্রেম মানে শুধু শরীর খোঁজেনা।
তারা মন দিয়ে মন ছুঁতে পারে।
তারা সোনা মনা বাবু এসব বলে ডেকে মন ভোলাতে পারেনা।
এরা দিনে দশবার আই লাভ ইউ ও বলেনা।
এরা ভালবাসে নিজের মত করে।
তাই এরা প্রেমিকার চোখে অপ্রেমিক হয়েই থেকে যায়।