রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

তোমায় পাবো -ইয়াসমীন নীলুফার


এতো দিনে বুঝলাম আমি
জীবন নদীর বাঁকে
অতীত নিয়ে ভাগ্য যেনো
একটা ছবি আঁকে।

তুমি যখন পাশে ছিলে
ছিলো সুখের মেলা
এখন আমার দিবারাত্রি
ভাসায় দুঃখের ভেলা।

লিখতে গেলে কোন কিছু
লেখা হয় যে দায়
কেমন করে তোমায় ভুলি
স্মৃতি পিছন ধায়।

এমন করে বাকী জীবন
হয়তো বেঁচে রবো
এজনমে না হয়,না হোক
তোমায় পরজনমে পাবো।
Share: